ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

মাধবপুরে তেলিয়াপাড়া দিবস ৪ঠা এপ্রিল পালিত

হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ৪ঠা ত্রপ্রিল পালিত হয়েছে।  সকাল ১১ টায় উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের ২,৩ ও ৪ নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ড। জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, (বিপিএম) অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা একেএম ফয়সাল সহ হবিগঞ্জ জেলা ও মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম)। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, প্রফেসর আব্দুর জাহের, সুকোমল রায়, আব্দুস সামাদ,কায়সার চৌধুরী, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, ফারুক পাঠান, ইউপি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, সাংবাদিক আইয়ুব খান, আহসানুজ্জামান উসমান, পংকজ কান্তি দাস প্রমূখ।


ads

Our Facebook Page